ছুটির জন্য আবেদন পত্র লেখার নিয়ম ২০২৪

ছুটির জন্য আবেদন পত্র
ছুটির জন্য আবেদন পত্র

ছুটির জন্য আবেদন পত্র লেখার নিয়ম - ভূমিকা

আসসালামু আলাইকুম, আশা করি ভালো আছেন। অনুলিপন বিডি এর আজকের পোস্টে আপনাদের সবাইকে স্বাগতম। আপনি কি ছুটির জন্য আবেদন পত্র লেখার নিয়ম জানতে চাচ্ছেন? তাহলে আপনি সঠিক পোস্টেই ক্লিক করেছেন। 

কারন আজকের পোস্টে আমরা ছুটির জন্য আবেদন পত্র লেখার নিয়ম এবং একটি নমুনা দরখাস্ত এই পোস্টের মধ্যে দিয়ে দিয়েছি। তাই আপনি যদি ছুটির জন্য আবেদন পত্র লেখার নিয়ম জানতে চান বা একটি নমুনা ছুটির জন্য দরখাস্ত দেখতে চান তাহলে সম্পূর্ণ পোস্ট টি মনোযোগ সহকারে পড়ুন। 

ছুটির জন্য আবেদন পত্র লেখার সঠিক নিয়ম

অনেক সময় আমাদের ছুটির প্রয়জনে ছুটির জন্য আবেদন পত্র লিখতে হয়। কেননা আমাদের যদি অফিসিয়াল ভাবে ছুটির প্রয়োজন হয় তাহলে আমাদেরকে একটি দরখাস্ত লিখে ছুটির জন্য আবেদন করতে হয়। 

আর আমরা অনেকেই সঠিকভাবে ছুটির জন্য আবেদন পত্র লিখতে জানিনা বা পারিনা। যার কারনে আমাদের ছুটির জন্য আবেদন পত্র লেখাটি অসম্পূর্ণ থেকে যায়। তাই আমাদের সর্বপ্রথম জেনে নিতে হবে ছুটির জন্য আবেদন পত্র কিভাবে লিখতে হয়। আজকের পোস্টে আমরা জানবো,

 ছুটির জন্য আবেদন পত্র লেখার সঠিক নিয়ম গুলো কি কিঃ

  • প্রথমে তারিখ লিখুন
  • এরপর বরাবর প্রধান শিক্ষক বা প্রতিষ্ঠান প্রধান এর নিকট উল্লেখ করুন
  • এরপর প্রতিষ্ঠানের নাম লিখুন
  • আবেদনের বিষয় লিখুন (এক লাইনে)
  • জনাব বা জনাবা দিয়ে শুরু করুন
  • আপনার আবেদন এর বিষয় ব্যাখা করুন
  • নিবেদক আবেদনকারীর পরিচয় দিন

এই নিয়ম গুলো মেনে একটি দরখাস্ত বা আবেদন লেখা হয়। আশা করি আপনি যদি আবেদন পত্র লেখার এই আদর্শ নিয়ম গুলো মেনে একটি ছুটির জন্য আবেদন পত্র লিখেন তাহলে আপনার আবেদন টি গ্রহনযোগ্য হবে। 

ছুটির জন্য আবেদন পত্র নমুনা


তারিখঃ ১২-১০-২০২৪

বরাবর

প্রধান শিক্ষক,

ফরিদপুর জিলা স্কুল, ফরিদপুর।

বিষয়ঃ বড় বোনের বিয়ে উপলক্ষে ৪ দিনের ছুটির জন্য আবেদন

জনাব,

বিনীত নিবেদন এই যে, আমি আপনার বিদ্যালয়ের দশম শ্রেণির একজন নিয়মিত ছাত্র। আগামী ১৭ই অক্টোবর ২০২৪ তারিখে আমার বড় বোনের শুভ বিবাহ। এই কারনে আগামী ১৫ই অক্টোবর ২০২৪ তারিখ হতে ১৯শে অক্টোবর ২০২৪ তারিখ অব্দি আমার ছুটির প্রয়োজন। উক্ত বিবাহ অনুষ্ঠানে আমার উপস্থিতি সকলের কাম্য।

অতএব, জনাবের নিকট আমার বিনীত আবেদন এই যে, আগামী ১৫ই অক্টোবর ২০২৪ তারিখ হতে ১৯শে অক্টোবর ২০২৪ তারিখ পর্যন্ত আমাকে ছুটি প্রদান করে কৃতজ্ঞ করবেন।

নিবদক

মোঃ রইছ উদ্দিন

দশম শ্রেণী

দিবা শাখা

ফরিদপুর জিলা স্কুল, ফরিদপুর

--------------------------------------------------------------

FAQ

প্রশ্নঃ আবেদনপত্র কয় পেজে লেখতে হয়?

উত্তরঃ আবেদনপত্র এক পৃষ্ঠায় লেখা উত্তম তবে বিশেষ ক্ষেত্রে ২ পৃষ্ঠায় লেখা যায়। দুই পৃষ্ঠায় লেখার ক্ষেত্রে বাম পাশের পেজ বা পৃষ্ঠা থেকে শুরু করে ডান পাশের পৃষ্ঠায় গিয়ে শেষ করতে হবে।

আশা করি এই ছুটির জন্য আবেদন পত্র নমুনা দরখাস্তটি আপনার কাছে ভালো লাগবে। কেননা এই নমুনা টি ছুটির জন্য আবেদন পত্র লেখার সঠিক নিয়ম অনুসরণ করে লেখা হয়েছে। তাই আপনার যদি স্কুল বা প্রতিষ্ঠান হতে ছুটির প্রয়োজন হয় তাহলে এই নমুনা টি দেখে দেখে এবং উপরের দেওয়া ছুটির জন্য আবেদন পত্র লেখার আদর্শ নিয়ম গুলো অনুসরণ করে একটি আবেদন পত্র লিখতে পারেন। 

আজকের পোস্ট টি এখানেই শেষ করছি। যদি এই বিষয়ে কোন প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই আমাদেরকে জানাবেন। সকলের সুস্থতা কামনা করছি, খোদা হাফেজ।

Post a Comment

Previous Post Next Post